কাগজ নয়, বারকোড স্ক্যানেই মিলেছে এনসিপির নির্বাচনী ইশতেহার

কাগজ নয়, আধুনিক প্রযুক্তির ব্যবহারে ভিন্নধর্মী উপায়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (৩০ জানুয়ারি) ঘোষিত ৩৬ দফার এই ইশতেহারে কোনো মুদ্রিত কপি বিতরণ করা হয়নি। বরং অনুষ্ঠানস্থলের প্রতিটি টেবিলে রাখা বারকোড স্ক্যান করেই ইশতেহারসংক্রান্ত সম্পূর্ণ তথ্য ডাউনলোড করার সুযোগ রাখা হয়।
ঘোষণার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলটি তাদের রাজনৈতিক লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেছে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে ইশতেহার ঘোষণায় একটি ব্যতিক্রমী দিক ছিল- কোনো ধরনের মুদ্রিত কাগজপত্র বিতরণ করা হয়নি। প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে পুরো আয়োজনকে রাখা হয় ডিজিটালভিত্তিক। এতে পরিবেশবান্ধব ও আধুনিক উপস্থাপনার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানস্থলে প্রতিটি টেবিলে একটি করে বারকোড দেওয়া হয়। সেই বারকোড স্ক্যান করলেই ইশতেহারসংক্রান্ত সম্পূর্ণ ফাইল ডাউনলোড করা যায়। ফলে উপস্থিত নেতা-কর্মী ও আমন্ত্রিত অতিথিরা সহজেই নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে ইশতেহারের সব তথ্য সংগ্রহ করতে পেরেছেন৷
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও দেশী-বিদেশী গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিতি রয়েছেন।
আরএইচটি/এমএসএ