গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসবে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা–১৮ আসনে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’-এর প্রার্থী ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন, আসন্ন ত্রয়োদশ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে আমরা জোর প্রচারণা চালাচ্ছি। কারণ, ‘হ্যাঁ’ ভোট জয়লাভ করলে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনবে।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উত্তরার আধুনিক মেডিকেলের সামনে অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।
আদিব বলেন, বাংলাদেশ এখন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে রয়েছে স্বাধীনতা, অন্যদিকে ভারতীয় আধিপত্যবাদ, দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার ও ভোটাধিকারের পক্ষের সৈনিক। এজন্য ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধ বাংলাদেশের সরকার গঠনে জনগণকে রায় দিতে হবে।
আদিব অভিযোগ করেন, দিল্লিতে বসে শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। শেরপুরে হামলা করে আমাদের একজন ভাইকে শহীদ করা হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রামে ঐক্যবদ্ধ বাংলাদেশের মিছিল শেষে ফেরার পথে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। ঐক্যবদ্ধ বাংলাদেশের কোনো নেতা-কর্মীর দিকে হাত তোলা হলে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলব।
একইসঙ্গে গণপ্রতিরোধের মাধ্যমে দেশের মানুষের অধিকার, সামাজিক সুবিচার ও একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার কথাও বলেন তিনি।
আরএইচটি/জেডএস