‘করোনার ভ্যাকসিন নিয়ে কেলেঙ্কারি মেনে নেওয়া হবে না’

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, করোনার ভ্যাকসিন নিয়ে কোনো কেলেঙ্কারি মেনে নেয়া হবে না। করোনা ভ্যাকসিন নিয়ে কেউ ব্যবসা করবে আমরা তা চাই না।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেল এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাবলু বলেন, ভ্যাকসিন বেসরকারি খাতে গেলেই মুনাফালোভীদের দৌরাত্ম বেড়ে যাবে। তাই কোনো মতেই করোনা ভ্যাকসিন বেসরকারি খাতে দেওয়া যাবে না।
তিনি বলেন, করোনা পরীক্ষা বেসরকারি খাতে দেওয়ার ফলে যে কেলেঙ্কারি হয়েছে এতে বিশ্বের কাছে আমাদের মাথা হেট (নিচু) হয়ে গেছে।
জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, বিশ্বে প্রতিটি দেশ সরকারি ব্যবস্থাপনায় জনগণের মধ্যে করোনা ভ্যাকসিন সরবরাহ করছে। একদিকে গরিব দেশ তারপর করোনার কারণে বেকারত্ব বেড়ে গেছে। তাই সরকারিভাবেই প্রতিটি মানুষের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।
করোনা ভ্যাকসিন দেওয়া নিয়ে সরকারের রোডম্যাপ ও স্বচ্ছ পরিকল্পনা দেশবাসীর সামনে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে কোনো চিকিৎসা নেই। সাধারণ মানুষের পক্ষে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়া সম্ভব নয়। তাই প্রতিটি হাসপাতালে করোনাসহ সকল চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতি যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল, হেলাল উদ্দিন, মিজানুর রহমান প্রমুখ।
এএইচআর/এফআর