গণমাধ্যমকে সাহসের সঙ্গে সমালোচনা করার আহ্বান ইনুর

জঙ্গিবাদ, দুর্নীতি, লুটপাট ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে গণমাধ্যমকর্মীদের আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, মিথ্যাচার না করে সাহসের সঙ্গে সমালোচনা করুন।
সোমবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে স্বদেশ বিচিত্রার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে জাসদ সভাপতি এসব কথা বলেন।
ইনু বলেন, সমালোচনা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সমাজের, সরকারের ত্রুটি বিচ্যুত, ব্যর্থতা গাফিলতি তুলে ধরতে হবে। এটাই গণমাধ্যমের কাজ। দেশের চালচিত্র তুলে ধরবেন কিন্তু মিথ্যাচার করবেন না, গুজব রটাবেন না। অপর পক্ষের কথা শুনবেন।
তিনি বলেন, গণতন্ত্রের স্বকীয়তা সমালোচনা শোনার রাজনৈতিক ধৈর্য, প্রশাসনের ধৈর্য, সরকারের ধৈর্যের ওপর নির্ভর করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদকমন্ডলীর সভাপতি ডা. শাহাদাত হোসেন প্রমুখ।
এমএইচএন/এমএইচএস