মার্কিন নিষেধাজ্ঞার তকমা জাতির জন্য লজ্জার : রব

গুম, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে আমেরিকার দেওয়া নিষেধাজ্ঞার যে তকমা সরকার অর্জন করেছে, তা জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তার দাবি, এ নিষেধাজ্ঞা অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।
বৃহস্পতিবার ‘গুম, হত্যা ও মানবাধিকার লঙ্ঘন : সংকটে রাষ্ট্র’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রব এসব কথা বলেন। তিনি বলেন, ভবিষ্যতে যদি মানবাধিকার লঙ্ঘন থেকে সরকার বিরত না থাকে এবং দ্বাদশ সংসদ নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ না হয়, তাহলে আরও অনেক ক্ষেত্রে নিষেধাজ্ঞা আসতে পারে।
গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন, ক্ষমতা কেউ চিরস্থায়ী করতে পারে না। জাতিকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান সৃষ্টি করতে হবে।
বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, কোনো সভ্য সমাজে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলতে পারে না। এসব বিষয়ে সরকারকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে।
অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, দেশে যে অস্বীকারের সংস্কৃতি চালু হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে নিষেধাজ্ঞা ভয়ংকর পরিণতি ডেকে আনবে।
জেএসডি আয়োজিত আলোচনায় অংশ নিয়ে আরও বক্তব্য রাখেন জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, বিএনপি নেতা শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।
এএইচআর/আরএইচ