কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে কূটনীতিকদের অভ্যর্থনা

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিভিন্ন দেশের কূটনীতিকদের অভ্যর্থনা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতের মিনিস্ট্রি অব পাবলিক ওয়ার্কস অ্যান্ড মিনিস্টার অব স্টেট ফর ইয়ুথ অ্যাফেয়ার্সের মন্ত্রী আলী হোসেন আলী আল মুসা। সঞ্চালনায় ছিলেন কুয়েত দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব চ্যান্সারি নিয়াজ মোরশেদ।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান, তার স্ত্রী নাহিদ নিয়াজ শিলু ও দূতাবাসের কর্মকর্তারা অতিথিদের স্বাগত জানান।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের বিশেষ তাৎপর্য তুলে ধরেন রাষ্ট্রদূত আশিকুজ্জামান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশে সব মেগা উন্নয়ন প্রকল্প নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলছে।
তিনি আশা প্রকাশ করেন, কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমেদ আল জাবের আল সাবাহ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে।
অনুষ্ঠানে কুয়েতের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূত, বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের (বিএমসি) সদস্য ও দেশ-বিদেশের সাংবাদিকসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।
আরএইচ