ভোটাধিকার প্রয়োগ করে প্রবাসীদের দেশ গড়ায় অবদান রাখার আহ্বান

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেছেন, আমাদের সামনে একটি সুবর্ণ সুযোগ। আগামী ফেব্রুয়ারিতে যে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন হবে, এই প্রথমবারের মতো বাংলাদেশ সরকার যে ব্যবস্থা করেছে- প্রবাসে বসে প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
অ্যাপস ডাউনলোড ও নিবন্ধন করে যথাসময়ে ভোটাধিকার প্রয়োগ করে একটি সুন্দর বাংলাদেশ গড়ায় অবদান রাখতে কুয়েত প্রবাসীদের আহ্বান জানান তিনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) কুয়েতের বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে গঠিত একমাত্র সংগঠন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বাৎসরিক পিকনিকে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা বিদেশে আছি, আমরা সবাই বাংলাদেশি। আমাদের দল-মতের ভিন্নতা থাকার প্রয়োজন নেই। আমরা যদি একতাবদ্ধ থাকি, দেশের জন্য কাজ করি, দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব।
বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মুখাই আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এমাদুল ইসলামের সঞ্চালনায় বাৎসরিক পিকনিকে প্রবাসী বাংলাদেশি পরিবারের নারীরা হাতে তৈরি ভাপা পিঠা, চিতই পিঠা, তেলের পিঠা, পাটিসাপটা, সন্দেশসহ বিভিন্ন রকমের পিঠার পসরা সাজান।
মোহাম্মদ আজিজুর রহমান, হাফিজুর নাহার ছবি, মোহাম্মদ বেলাল হোসেন, ইঞ্জিনিয়ার মোসায়েদ হোসেন, ইউসুফ পাটোয়ারীসহ প্রবাসী ব্যবসায়ী পরিবাররা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় নৃত্য, গান ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের মাধ্যমে কুয়েত সিটি থেকে শত কিলোমিটার দূরে গ্রিন সিটি খ্যাত ওয়াফরাহ অঞ্চল সবুজ প্রকৃতির মধ্যে এক খণ্ড বাংলাদেশে পরিণত হয়।
এসএসএইচ