বাড়ছে করোনা, শারজায় ওয়ার্ক ফ্রম হোম শুরু

সংযুক্ত আরব আমিরাতের শারজায় রোববার (১৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঘরে বসে কাজ (ওয়ার্ক ফ্রম হোম)। করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে শারজা মানবসম্পদ বিভাগ।
মানবসম্পদ বিভাগ সরকারি দফতরের জন্য এই বিজ্ঞপ্তি জারি করেছে। কর্মস্থলে শারীরিকভাবে উপস্থিত থাকতে পারবে এমন কর্মচারীদের তথ্য জানাতে বলা হয়েছে। জরুরি বিভাগের কর্মীদের জন্য ‘সর্বোচ্চ স্তরের কোভিড সুরক্ষা’ নিশ্চিত করতে হবে। প্রতিটি কর্মীকে কমপক্ষে দুই মিটার দূরে বসতে হবে।
শিফট সিস্টেম চালু করে নির্দিষ্ট কর্মচারীর সংখ্যা ৫০ শতাংশ রাখতেও বলা হয়েছে। মানবসম্পদ অধিদফতর কর্মচারীদের মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিতের মতো করোনা সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা অনুসরণ করতে আহ্বান জানানো হয়েছে।
শারজাহ এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ও মানবসম্পদ বিভাগের চেয়ারম্যান ড. তারিক সুলতান বিন খাদিম সবাইকে কোভিড সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।
ওএফ