অন্টারিও আ.লীগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করেছে কানাডার অন্টারিও আওয়ামী লীগ শাখা। এতে প্রায় শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এরপর স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্ট নিহত জাতির জনকের পরিবারের সদস্য, শহীদ মুক্তিযোদ্ধা, জাতীয় চার নেতা ও ২১ আগস্ট বোমা হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রধান বক্তা হিসেবে ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।
সভাপতিত্ব করেন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ চৌধুরী বিপ্লব।
সভায় বক্তারা বলেন, প্রবাসে জননেত্রীর (শেখ হাসিনা) সৈনিকরা যেকোনো জাতীয় ইস্যুতে তার নির্দেশনা পালনে ঐক্যবদ্ধ।
বাংলাদেশের অগ্রগতি ও অগ্রযাত্রা নিয়ে আলোচনা করেন জাহাঙ্গীর কবির নানক। হাইকমিশনার ড. খলিলুর রহমান তার বক্তব্যে বঙ্গবন্ধু ও বাংলাদেশের পক্ষে সকলকে নিয়ে এক হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিজয়ের আলোচনা সভায় অংশগ্রহণ করেন- বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোজাম্মেল খান, ড. আব্দুল আউয়াল, কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মাহমুদ মিয়া, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহিবুর রহমান, তোফাজ্জল আলী, সৈয়দ আব্দুল গাফফার, যুগ্ম সম্পাদক নীরু চাকলাদার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলু, উপদেষ্টা ড. মাহবুব রেজা, অ্যাড. আফিয়া বেগম, সহসভাপতি ফয়জুল হক, গোলাম সারোয়ার, আবু হেনা কোরাইশী, ইঞ্জিনিয়ার নওশের আলী জামাল উদ্দিন নান্নু, যুগ্ম সম্পাদক জগলুল হক, আবুল বাসার, দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মনির বাবু, পান্না আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা হাসমত আরা জুই, আন্তর্জাতিক সম্পাদক হাসনা হাসান, দপ্তর সম্পাদক খালেদ শামীম, কোষাধ্যক্ষ মনজুরুল করিম রুবেল, কান্তি মাহমুদ, নির্বাহী সদস্য মহিউদ্দিন আহম্মেদ বিন্দু, মোস্তাফিজুর রহমান, রিয়াজুল হক,শরিফুল ইসলাম, কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া আহম্মেদ, মোর্শেদ আহমেদ মুক্তা, আমরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, সদস্য আব্দুল মান্নান, ঝোটন তরফদার, সুকোমল রায়, কুইবেক আওয়ামী লীগের সভাপতি শহিদ রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার জানু, কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান সহ আরও ছিলেন মোহাম্মদ হক, মোহাম্মদ ইসলাম, আব্দুস ছালাম খন্দকার, রীনা, শাহিন, সায়মা খন্দকার, জিনাত হোসেন, মেহেরিন খন্দকার, ঈমা, নওশীন খান মেরিল্যান্ড ও আকাশ বাংলা ৭১ এবং অনেকে।
দীর্ঘ সাড়ে চার ঘণ্টার অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কবিতা আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান।
উপস্থাপনায় ছিলেন- সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারহানা শান্তা ও মহিলা বিষয়ক সম্পাদক হাসমত আরা জুই।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন- আহমেদ হোসেন, নবিউল হক বাবলু, কবি দেলওয়ার হোসেন, হিমাদ্রী রায়, আসমা হক, তাসরিনা শিখা, হাসনা হাসান ও আফিয়া বেগম।
সঙ্গীত পরিবেশ করেন- ফারহানা শান্তা, হাসমত আরা জুই, দিপ্তী জাহান, রেহানা রহমান, হাসনা হাসান, সুমি বর্মণ ও মৈত্রেয়ী দেবী।
এফআর