যুক্তরাষ্ট্রে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রবাসী আওয়ামী লীগ নেতারা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে ডেট্রয়েট সিটির কনান্টের জয় বাংলা ভবনে কাঠের অস্থায়ী শহীদ মিনার স্থাপন করেন আওয়ামী লীগ নেতারা।
স্থানীয় সময় রোববার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন মিশিগান স্টেট আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমেদ চান, সাধারণ সম্পাদক আবু আহমেদ মুসা, সহ সভাপতি অপু বেশ বড়ুয়া, সহ সভাপতি মাহবুব রিহান, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ আহমদ, সুলতান জিৎ,আবদুল মুকিত, সৈয়দ মতিউর রহমান শিমুল, মুক্তিযোদ্ধা সন্তান সুলতান জে শরীফ। এছাড়াও যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
আওয়ামী লীগের নেতারা জানান, রাত পোহালেই মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ অস্থায়ীভাবে স্থাপিত এ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। মিশিগান স্টেট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু আহমেদ মুসা প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, নিজ ভাষার জন্য যে জাতি জীবন দিয়েছে, রক্ত দিয়েছে আমরা সে জাতিরই গর্বিত উত্তরসূরি। এটি ভাবতেই গর্বে আমাদের বুক ভরে উঠে। এজন্য নিজেরাই কাঠ ও রড দিয়ে শহীদ মিনার বানিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি। আমাদের এ প্রয়াস প্রবাসী নতুন প্রজন্মকে মাতৃভাষার প্রতি আরও শ্রদ্ধাশীল ও যত্নশীল হতে প্রেরণা জোগাবে।
আরএইচ