মালদ্বীপে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে আনন্দ, উৎসব আর ধর্মীয় ভাবগাম্ভীর্যে মালদ্বীপে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় মালদ্বীপের বিভিন্ন দ্বীপে ছড়িয়ে থাকা মসজিদগুলোতে একাধিক জামাত অনুষ্ঠিত হয়। সেখানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ঈদের নামাজ আদায় করেন।
রাজধানী মালেতে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় মাফানু স্টেডিয়ামে সকাল সাড়ে ৭টায়। এছাড়া জাতীয় মসজিদ মসজিদুল আল-সুলতান (গ্র্যান্ড মস্ক) ও মসজিদুল আল-সালমানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিরা মূলত মালদ্বীপের নূরু মিসকিন, ইব্রাহিম মিসকিন, হুকুরু মিসকিনে (মসজিদে) ঈদের জামাত আদায় করেন।
ধর্মীয় রীতি অনুযায়ী ঈদুল আজহার নামাজের পর পশু জবাই করে আল্লাহর সন্তুষ্টি আদায় করেন মুসল্লিরা। এবারই প্রথম দেশটিতে সামান্য সংখ্যক জীবিত ছাগল আমদানি করে কোরবানি দেওয়া হয়।

এদিকে, ঈদুল আজহা উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে বিভিন্ন ধরনের দেশীয় খাবারের আয়োজন করা হয়। পায়জামা-পাঞ্জাবি পরে প্রবাসী বাংলাদেশিরা দলবদ্ধভাবে রাজধানী ও এর আশপাশের দ্বীপগুলোতে ঘুরে ঈদের আনন্দ উপভোগ করেন।
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম আজাদ।
এমএআর/