আমিরাতে কালবা স্কুলে বর্ষসেরা স্টাফ বাংলাদেশের ইউনুস

সংযুক্ত আরব আমিরাতের শারজাহের কালবা ইংলিশ স্কুলের বর্ষসেরা কর্মকর্তা অর্থাৎ শ্রেষ্ঠ স্টাফ নির্বাচিত হয়েছেন বাংলাদেশি প্রবাসী মুহাম্মদ ইউনুস। সততা, আন্তরিকতা, ন্যায়, নীতি, দায়িত্বজ্ঞান এবং নিষ্ঠার বিষয়টা বিবেচনায় নিয়ে গত ৭ জুলাই তাকে স্কুলের পক্ষ থেকে বর্ষসেরা স্টাফ নির্বাচিত করা হয় এবং তাকে সম্মাননা স্মারক সার্টিফিকেট প্রদান করা হয়।
মুহাম্মদ ইউনুস গত ১৩ বছর ধরে আমিরাতের অন্যতম শহর শারজায় বসবাস করছেন। তিনি ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ২নং দাঁত ইউনিয়নের অন্তর্গত তারা খোঁ গ্রামের মুহাম্মদ আবুল কাশেমের ছেলে।
২০১১ সালে শারজাহের কালবা ইংলিশ স্কুলে এডমিন হিসাবে যোগদান করেন মুহাম্মদ ইউনুস। স্কুলটিতে প্রায় ৩৫০ জন স্টাফ রয়েছেন, তাদের মধ্যে থেকে বর্ষসেরা হয়েছেন মুহাম্মদ ইউনুস।
একজন বাংলাদেশি হিসাবে বর্ষসেরা নির্বাচিত হওয়ায় ইউনুস নিজেকে গর্বিত মনে করছেন। তিনি বলেন, মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে তার সততা। সততা, শ্রম ও কাজের প্রতি আন্তরিকতার কারণে আমার এ পুরস্কার। এ সম্মান শুধু আমার না, সকল প্রবাসীর। যে স্কুলে তিনি কাজ করেন সে স্কুলটিতে ৫ হাজারের বেশি ছাত্র-ছাত্রী পড়াশোনা করেন। ব্রিটিশ ও আমেরিকান কারিকুলামে সেখানে পড়ানো হয় বলে জানান মুহাম্মদ ইউনুস।
এনএফ
