পর্তুগালে প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসব উদযাপন

Dhaka Post Desk

ফরিদ আহমেদ পাটোয়ারী, পর্তুগাল প্রতিনিধি

০৬ অক্টোবর ২০২২, ০৪:০২ এএম


পর্তুগালে প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসব উদযাপন

আনন্দ-উদ্দীপনার সঙ্গে পর্তুগালের রাজধানীর লিসবনে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী পূজার আনুষ্ঠানিকতা চলে। বাংলাদেশি হিন্দু অ্যাসোসিয়েশন পূজার আয়োজনটি করে।

এ সময় উপস্থিত ছিলেন, পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত তারিক আহসান, দ্বিতীয় সচিব আলমগীর হোসেন এবং দূতাবাসের হিসাবরক্ষক সামিউল ইসলাম।

এছাড়া সংগঠনটির আমন্ত্রণে সাড়া দিয়ে নেপাল দূতাবাসের দ্বিতীয় সচিব গিরিজা সুবেদী ও ভারতীয় দূতাবাসের দ্বিতীয় সচিব প্রিতম শিবামুর্তি উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত তারিক আহসান বলেন, ধর্মীয় রীতিনীতি পালন করা সব ধর্মের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এসময় তিনি সবাইকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠান শেষে আগত অতিথিদের উদ্দেশে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ধর্মীয় নাচ, গান এবং আবৃত্তি অনুষ্ঠিত হয়।

এমএইচএস

Link copied