এ রমজানেও ফ্রি ইফতারি থাকছে না আমিরাতে

সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আসন্ন পবিত্র মাহে রমজানে রাষ্ট্রীয় ও ব্যক্তি উদ্যোগে বিনামূল্যে ইফতারের আয়োজন করা হচ্ছে না। মঙ্গলবার (২ মার্চ) এক বিবৃতিতে আমিরাত কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র রমজান মাসে তাঁবু টানিয়ে ইফতারের কোনো আয়োজন করা যাবে না। করোনার জন্য গতবছরও সরকারের পক্ষ থেকে ইফতারির কোনো আয়োজন করা হয়নি।
সংযুক্ত আরব আমিরাতের সবগুলো রাজ্যে প্রতিবছর লাখো মানুষের জন্য বিনামূল্যে ইফতারের আয়োজন করা হতো।
এদিকে গত মঙ্গলবার (২ মার্চ) দেশটির বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। ১২ এপ্রিল চাঁদ দেখে ১৩ এপ্রিল প্রথম রমজান শুরু হবে। ২৯ কিংবা ৩০ দিনের রোজা পালন করে ১৩ মে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ উল্লেখ করেন এই বিজ্ঞানী। তারিখগুলো চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
ওএফ