মালয়েশিয়ার ৩ প্রদেশে হাইকমিশনের উদ্যোগে দ্রুত পাসপোর্ট সেবা

মালয়েশিয়ার তিনটি প্রদেশে প্রবাসী বাংলাদেশীদের দ্রুত পাসপোর্ট সেবা দিতে নতুন উদ্যোগ নিয়েছে হাইকমিশন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) পাসপোর্ট ও ভিসা শাখার কাউন্সিলর মশিউর রহমান তালুকদার স্বাক্ষরিত একটি নোটিশে বলা হয়, ২০২১ সালের জানুয়ারি থেকে সাপ্তাহিক ছুটির দিনেও মালয়েশিয়ার জহুরবারু, পেনাং ও ক্লাং-এ পাসপোর্ট সেবা প্রদান করা হবে।
নোটিশে বলা হয়েছে, ২০২১ সালের জানুয়ারি থেকে মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিম্ন বর্ণিত স্থান, সময় ও তারিখে পাসপোর্ট বিতরণ করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা চলমান থাকবে।
নতুন এ ঘোষণা অনুযায়ী বছরের শুরুতেই জোহরের অগ্রণী রেমিট্যান্স হাউজের সিটি স্কয়ার শাখায় আগামী ২ ও ৩ জানুয়ারি এ সেবা কার্যক্রম শুরু হবে। এছাড়া একই স্থানে ৬, ৭ ফেব্রুয়ারি ও ৬, ৭ মার্চ পাসপোর্ট বিতরণ করা হবে।
পেনাং এর অগ্রণী রেমিট্যান্স হাউজের বুকিত মারতাজা শাখায় ১৬, ১৭ জানুয়ারি, ১৩, ১৪ ফেব্রুয়ারি এবং ২০, ২১ মার্চ এ কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
এছাড়া ক্লাং এর অগ্রণী রেমিট্যান্স হাউজে ২৩ জানুয়ারি, ২৭ ফেব্রুয়ারি ও ২৭ মার্চ পাসপোর্ট বিতরণের কার্যক্রম চলবে।
সেবা প্রত্যাশীদের http://appointment.bdhckl.gov.bd/other এই ওয়েব সাইটের ঠিকানায় গিয়ে ডেলিভারি স্লিপ নম্বর, নাম, বর্তমান পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর, স্থান ও সময় নির্বাচন করে অন্তত তিনদিন আগে এপয়েন্টমেন্ট নিতে হবে।