ফিনল্যান্ডে জেলহত্যা দিবস পালিত

ফিনল্যান্ডে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফিনল্যান্ড আওয়ামী লীগের পক্ষ থেকে রাজধানী হেলসিংকির ইতা কেসকুছে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি পলাশ কামালী, সহ-সভাপতি মোস্তফা আজাদ বাপ্পী ও ড. জহরিুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ জনি, সোহেল রানা, মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জেসমিন আরা বিথী ও সাধারণ সম্পাদক পারভীন ইসলাম মুননীসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অনুগত ছিল বলেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়।
আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করা হয়।
এমএইচএস