ফিনল্যান্ডে বিজয় দিবস উদযাপন

যথাযথ মর্যাদায় ৫১তম মহান বিজয় দিবস উদযাপন করেছে ফিনল্যান্ড আওয়ামী লীগ। এ উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে আলোচনা সভা করা হয়।
আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ূন কবির। সভা পরিচালনা করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পলাশ কামালী।
আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে। সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধের সময়ের ৩০ লাখ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা আজাদ বাপ্পী, ড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ জনি, দপ্তর সম্পাদক সোহেল রানা, ফিনল্যান্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জেসমিন বেগম, সাধারণ সম্পাদক পারভীন ইসলামসহ আরও অনেক। এতে উপস্থিত ছিলেন জিয়া, কামাল, আসিক, আলমগীর, দীপু, রাজিব প্রমুখ।
/এসএসএইচ/
