যুক্তরাষ্ট্রের স্কুলে ছাত্রের বানানো ককটেল বিস্ফোরণ, আহত ৬

যুক্তরাষ্ট্রের পশ্চিম মিশিগানের একটি স্কুলে ছাত্রের বানানো ককটেল বিস্ফোরণে ছয় শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনায় ওই ছাত্রের বাবার বিরুদ্ধে বিস্ফোরক তৈরির অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) বিস্ফোরক মামলায় ওই ছাত্রের বাবাকে গ্রেফতার করা হয়েছে।
মিশিগান স্টেট পুলিশের ষষ্ঠ জেলার মুখপাত্র লেফটেন্যান্ট মিশেল রবিনসন বলেন, ডেভিড রবার্ট ড্যানিয়েল সাইলারকে বিস্ফোরকের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। সাইলার ১৬ বছর বয়সী ওই ছাত্রের পিতা। সোমবার (৮ মার্চ) নিওয়েগো হাই স্কুলে দুর্ঘটনাবশত বাড়িতে তৈরি ককটেল বোমার বিস্ফোরণ ঘটেছে। এ সময় ওই ছাত্রসহ আরও চার শিক্ষার্থী ও একজন শিক্ষক আহত হয়েছেন। চার শিক্ষার্থীকে তাদের বাবা-মায়েরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেছে। শ্রেণীকক্ষের শিক্ষকও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছে, গ্রেফতার করা সাইলারের ব্যাপারে আগামী ১৮ মার্চ সম্ভাব্য শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার মিশিগান স্টেট পুলিশ টুইট করেছে যে, একটি বাসভবনে ‘অতিরিক্ত বিস্ফোরক ডিভাইস’ পাওয়া গেছে, সেগুলো ‘নিরাপদে বিস্ফোরণ’ করা হয়েছে।
নিওয়াগো শহরটি গ্র্যান্ড র্যাপিডস থেকে ৩৫ মাইল উত্তরে অবস্থিত। মিশিগান রাজ্য পুলিশ জানিয়েছে, তারা তদন্তে নিউয়াগো পুলিশ বিভাগকে সহায়তা করছেন। নিওয়েগো পুলিশ চিফ জর্জিয়ার আন্দ্রেস বলেছিলেন যে শিক্ষার্থী বিস্ফোরক নিয়ে অবহেলা করেছিল। তবে সেটা তার ইচ্ছাকৃত ছিল না। স্কুল নিরাপদ হওয়ায় মঙ্গলবার থেকে পুনরায় ক্লাস শুরু হয়েছে।
রাজ্য পুলিশ জানিয়েছে, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো কি ধরনের বিস্ফোরক ডিভাইস জড়িত ছিল তা নির্ধারণে কাজ করছে। নিওয়েগো পাবলিক স্কুল বিস্ফোরণের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ওএফ