কুয়েতে পৌঁছেছে ফাইজারের প্রথম চালান

কুয়েতে পৌঁছেছে ফাইজার-বায়োএনটেকের প্রথম চালান। মধ্যপ্রাচ্যের দেশটিতে এক লাখ ৫০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন গ্রহণ করে।
বুধবার (২৩ ডিসেম্বর) বেলজিয়াম থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়েতে ভ্যাকসিনের প্রথম চালান আসে।
ভ্যাকসিনের প্রথম চালান মিশরেফ মেলাভূমি এলাকায় সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়। শুক্রবার থেকে টিকাদান কার্যক্রম শুরু করা কথা রয়েছে।
স্থানীয় গণমাধ্যম আল রাই ও আল কাবাস পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্রে জানা যায়, প্রথম ধাপে চার ভাগে বিভক্ত করে দেওয়া হবে ভ্যাকসিন। প্রথমে অগ্রাধিকার পাবেন চিকিৎসকরা। এরপর ধাপে ধাপে ৬৫ বছরের উপরে যাদের বয়স, যারা সামনের সারিতে কাজ করেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে। শেষে সাধারণ জনগণ ভ্যাকসিন পাবেন।
ইতোমধ্যে ভ্যাকসিন গ্রহণের জন্য অনলাইনে ৭৩ হাজার ৭০০ জন নিবন্ধন করেছেন।
ওএফ