রেড জোনের আওতায় আসছে ইতালির ১০ অঞ্চল

ইতালিতে করোনাভাইরাসে সংক্রমণের হার আবারও বেড়ে চলছে। এরই পরিপ্রেক্ষিতে আগামী সোমবার থেকে দেশের ১০টি অঞ্চলকে রেড জোনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রী পরিষদ। রেড জোন ঘোষণা করা এলাকায়, জনসাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। একইসঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার ক্ষেত্রে অটো সর্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে।
দেশটির স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত দুই মাস ধরে ইতালিতে করোনা সংক্রমণের হার অনেক বেশি। প্রত্যেকটি হাসপাতালেই রোগীর চাপ বাড়ছে। এরই মধ্যে অনেক হাসপাতালের শয্যা পূর্ণ হয়ে গেছে। এ পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বৈঠকে বসে মন্ত্রী পরিষদ। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ট্রেন্টো, লম্বার্ডিয়া, এমিলিয়া রোমনা,পিওমন্টে, ভেনেটো,ফ্রিউলি ভেনিজিয়া জুলিয়া,লাজিও, মার্কে,পুলিয়া, কাম্পানিয়া ও মোলিস অঞ্চল আগামী সোমবার থেকে রেড জোনের আওতায় আসবে। এর মধ্যে কাম্পানিয়া ও মোলিস আগে থেকেই রেড জোনে ছিল। এসব এলাকায় অতি প্রয়োজন ছাড়া বাইরে চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাইরে যেতে অটো সর্টিফিকেট লাগবে। সব ধরনের অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া স্টার উৎসবেও অনুষ্ঠান, জনসমাগম বন্ধ থাকবে।
পর্যটন নগরী ভেনিসের ব্যবসায়ী ও বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক এসটি শাহাদাত হোসেন বলেন, করোনা মহামারি শুরুর পর থেকে আমাদের ব্যবসা থমকে আছে। ভেনিস পর্যটন নগরী। এ শহরে যত বেশি পর্যটক আসবে ততই আমাদের ব্যবসা ভালো হবে। কিন্তু করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর থেকেই শহরে পর্যটক আসা বন্ধ রয়েছে। এ অবস্থায় প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে আমাদের।
আরেক সুপার সপ ব্যবসায়ী সৈয়দ আল ফারাবী বলেন, সোমবার থেকে কয়েকটি অঞ্চল রেড জোনের আওতায় আসবে। এরই মধ্যে মানুষের মাঝে অর্থনৈতিক সংকট চলছে। এখন মানুষ ঘর থেকে বের হতে না পারলে বেচাকেনা কমে যাবে। এতে আমাদের লোকসানের পাল্লা আরো ভারি হবে।
এসকেডি