আমিরাতে রোজা শুরু বৃহস্পতিবার

Dhaka Post Desk

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন

২২ মার্চ ২০২৩, ০৪:২৮ এএম


আমিরাতে রোজা শুরু বৃহস্পতিবার

সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার কোনো স্থানে চাঁদ দেখা যায়নি। এজন্য বৃহস্পতিবার থেকে আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হচ্ছে। বুধবার দিবাগত রাতে প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির চাঁদ দেখা কমিটি।

পবিত্র রমজান মাস উপলক্ষে আমিরাতের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসকসহ আমিরাতের সব বিভাগের শাসকরা শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের সব নাগরিক ও বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানান তারা।

আমিরাতে বৃহস্পতিবার রোজা শুরু হওয়ায় শুক্রবার বাংলাদেশে রোজা শুরু হবে এটা প্রায় নিশ্চিত। যদিও বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

রোজা বা সিয়াম ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তির তৃতীয়। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব প্রকার পানাহার এবং সেই সাথে যাবতীয় ভোগ-বিলাস থেকেও বিরত থাকার নামই রোজা। ইসলামী বিধান অনুসারে, প্রতিটি সবল মুসলমানের জন্য রমজান মাসের প্রতি দিন রোজা রাখা ফরজ।

এফকে

Link copied