আমিরাতে প্রথম তারাবির নামাজে মুসল্লিদের ঢল

Muhammed Abdullah Al Mamun

২৩ মার্চ ২০২৩, ০২:০৬ এএম


আমিরাতে প্রথম তারাবির নামাজে মুসল্লিদের ঢল

বুধবার রাতে প্রথম তারাবি নামাজের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এদিন দিবাগত রাতে সেহরি খেয়ে রমজানের প্রথম রোজা রাখবেন সেখানকার মুসলমানরা।

আমিরাতে অবস্থিত আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি) জানিয়েছে, পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার সকাল ৮টা ১৫ মিনিটে চাঁদের ছবি তুলে সেটি প্রকাশ করে সংস্থাটি। চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার থেকে দেশটির সাধারণ মানুষ সিয়াম-সাধনা শুরু করবেন।

তারাবির নামাজ উপলক্ষে দুবাইসহ সারা আমিরাতের মসজিদে মুসল্লিদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন আমিরাতের বিভিন্ন বিভাগ থেকে প্রবাসী বাংলাদেশিরা।

তারা জানান, কোনো কোনো মসজিদের আঙিনা ছাড়িয়ে রাস্তায় জায়নামাজ, চাদর ও পাটি বিছিয়ে মুসল্লিদের তারাবির নামাজ আদায় করতে দেখা গেছে।

এদিকে দুবাইয়ের বিভিন্ন মসজিদে ঘুরে দেখা যায়, স্থানীয় ও প্রবাসীদের উপস্থিতিতে মসজিদে তিল ধারণের জায়গা নেই। বেশকিছু মসজিদে বাইরে সামিয়ানা টাঙিয়ে তারাবির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়।

প্রতিবছরের মতো এবারও রমজান মাসে দুবাইয়ের বিভিন্ন মসজিদে খতম তারাবির পাশাপাশি সুরা তারাবি হবে।

 

Link copied