স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মালদ্বীপ বিএনপির আলোচনা সভা

Dhaka Post Desk

মালদ্বীপ প্রতিনিধি

২৯ মার্চ ২০২৩, ০৮:০৫ পিএম


স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মালদ্বীপ বিএনপির আলোচনা সভা

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মালদ্বীপের রাজধানী মালেতে দোয়া ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (২৯ মার্চ) বিএনপির মালদ্বীপ শাখার আয়োজনে একটি রেস্টুরেন্টে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. খলিলুর রহমান।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহ-সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির মালদ্বীপ শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নেহের মিয়া রানা, সহ-সভাপতি ও প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ বাবুল হোসেন, মো. শাহআলম, মো. আলতাব হোসেন, মো. কামাল হোসেন, মো. ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান শাহাজি, মোহাম্মদ খাইরুল আমিন, আব্দুল মান্নানসহ প্রমুখ।

এমজে

Link copied