ইতালিতে শনিবার টিকা প্রয়োগ শুরু, প্রথমে নেবেন নার্স

ইতালিতে শনিবার (২৭ ডিসেম্বর) করোনা টিকার প্রয়োগ শুরু হবে। দেশটিতে প্রথম টিকা প্রয়োগ করা হবে ক্লাউডিয়া আলিভেরনিনি নামের ২৯ বছর বয়সী এক নার্সের দেহে।
দেশটির কয়েকটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম মেসাজ্জেরো জানায়, ইতোমধ্যে ফাইজারের সদর দপ্তর বেলজিয়ামের পুরাস থেকে ইতালির উদ্দেশ্যে একটি টিকাবাহী গাড়ি রওনা হয়েছে। কয়েক ঘন্টার মধ্যে এটি ইতালির রোমে পৌঁছাবে।
রোমের স্প্যালানজানি ইনস্টিটিউটে শনিবার (২৭ ডিসেম্বর) টিকার প্রয়োগ শুরু হবে। প্রথমে তা ক্লাউডিয়া আলিভেরনিনি নামের ২৯ বছর বয়সী এক নার্সের দেহে প্রয়োগ করা হবে। তিনি স্প্যালানজানির সংক্রামক রোগ বিভাগে কাজ করছেন। করোনা পরিস্থিতিতে প্রবীণদের বাসায় গিয়ে চিকিৎসা সেবা দিতেন ক্লাউডিয়া।
অন্য একটি সূত্রে জানা গেছে, ইতালির বিভিন্ন অঞ্চলে প্রায় ২ মিলিয়ন ডোজ টিকা প্রয়োগে প্রস্তুত রয়েছে দেশটি।
জমির হোসেন/এসআরএস