কাতারে প্রথম বাংলাদেশি হিসেবে ভ্যাকসিন নিলেন আসলাম

কাতারে করোনাভাইরাস মোকাবিলায় ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। এর আওতায় তালিকা তৈরি করে প্রবাসীদেরও ভ্যাকসিন দিচ্ছে দেশটির সরকার। শুক্রবার (২৫ ডিসেম্বর) প্রথম বাংলাদেশি হিসেবে ভ্যাকসিন নিয়েছেন স্বাস্থ্যকর্মী মোহাম্মদ আসলাম। এ সময় কাতারের স্বাস্থ্যমন্ত্রী হাসান মোহাম্মদ আলকাওয়ারি উপস্থিত ছিলেন।
কাতারের সরকারি সূত্র জানায়, মোট ২৮ লাখ মানুষের জন্য ফাইজারের ভ্যাকসিন এনেছে সরকার। ধাপে ধাপে দেশের সকল নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরও তালিকাভিত্তিতে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এমনকি নতুন করা যারা কাতারে প্রবেশ করবেন তারাও বিনামূল্যে ভ্যাকসিনটি পাবেন।
ভ্যাকসিন গ্রহণকারী মোহাম্মদ আসলাম ঢাকা পোস্টকে ফোনে জানান, ‘কাতারে অবস্থানরত বাংলাদেশিদের ভ্যাকসিন দেওয়ার তালিকা করা হচ্ছে। বাংলাদেশি হিসেবে প্রথমবারের মতো ভ্যাকসিন আমি সত্যি নিজেকে ভাগ্যবান মনে করছি।’
করোনার সংক্রমণ শুরুর পর থেকেই সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কাতার। দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, আগাম ব্যবস্থা নেওয়ার ফলেই কাতারে করোনার সংক্রমণ ও প্রাণহানি কম হচ্ছে। কম ঝুঁকিপূর্ণ ১৭ দেশের নাগরিক ছাড়া অন্য কোনো দেশ থেকে কাতার ফিরে গেলে বাধ্যতামূলক সাত দিন হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।
বিশ্ব করোনা পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশেরও নাম রয়েছে। তাই ছুটিতে থাকা বাংলাদেশিরা কাতারে ফিরলে নিজ খরচে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে কম ঝুঁকিপূর্ণ ১৭ দেশ থেকে কাতারে গেলে সাতদিন বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকা যাবে।
প্রবাসীরা জানান, ২৯ নভেম্বরের আগে বাংলাদেশে ছুটিতে আসা প্রবাসীদের কাতারে ফেরার ক্ষেত্রে অনুমতিপত্র বা এন্ট্রি পারমিট বাধ্যতামূলক করা হয়েছে।
পিএসডি/এমএইচএস