ফাইজারের পর মডার্নার টিকা অনুমোদনে স্বস্তিতে কানাডাবাসী

কানাডায় করোনা মহামারির দ্বিতীয় পর্যায়ে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি, সরকার কর্তৃক বিভিন্ন বিধিনিষেধ দেয়া সত্ত্বেও করোনাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আতঙ্কের মধ্যে জীবন যাপন করছেন বিভিন্ন প্রদেশের বাসিন্দারা।
ইতোমধ্যে কানাডায় করোনাভাইরাস প্রতিরোধে ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত টিকা প্রয়োগ শুরু হয়েছে। এবার মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার তৈরি টিকার প্রথম চালান পৌঁছেছে কানাডায়। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিষয়টি নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে মডার্নার টিকা পেল কানাডা। ১৮ ডিসেম্বর মার্কিন ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা (এফডিএ) এ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।
এক টুইট বার্তায় জাস্টিন ট্রুডো বলেন, এ মাসের শেষে এক লাখ ৬৮ হাজার ডোজ টিকা পাওয়ার কথা, তারই অংশই এটি। মডার্না আমাদের মোট চার কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
বুধবার কানাডার স্বাস্থ্য বিভাগ মডার্নার টিকাটির জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। তারা জানায়, মার্কিন প্রতিষ্ঠানটির এ টিকা নিরাপদ, কার্যকরী ও মান সম্মত।
অন্যদিকে, কানাডার প্রধান চারটি প্রদেশ অন্টারিও, বৃটিশ কলম্বিয়া, আলবার্টা ও কুইবেকে করোনাক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতাল ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে ব্যাপক চাপ পড়ছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ২১৩ জন, মৃত্যুবরণ করেছেন ১৪ হাজার ৭১৯ জন ও সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ৬৫ জন।
ফাইজারের পর মডার্নার করোনা টিকা ব্যবহারের অনুমোদনে কানাডাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
ওএফ