চীনে সংস্কৃতি ও গ্রামীণ পুনর্জাগরণ শীর্ষক সংলাপ

গ্রামীণ সংস্কৃতি নির্মাণের জন্য একটি আন্তর্জাতিক বিনিময় প্ল্যাটফর্ম তৈরি করা, বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষার প্রচার এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সবুজ উন্নয়ন ধারণাকে প্রচার করার লক্ষ্যে চীনে সংস্কৃতি ও গ্রামীণ পুনর্জাগরণ বিষয়ক আন্তর্জাতিক সংলাপ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সমন্বয়পূর্ণ সহাবস্থান এই থিম নিয়ে, সংলাপটি ২৮ এপ্রিল ঝচিয়াং প্রদেশের হুঝো শহরে আনচি কাউন্টিতে অনুষ্ঠিত হয়। দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস এবং ঝচিয়াং প্রভিন্সিয়াল পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের সহযোগিতায় সংলাপটি যৌথভাবে আয়োজন করে দ্য হুঝো পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস এবং আনচি কাউন্টি পিপলস গভর্নমেন্ট।
দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজের সাংস্কৃতিক বিনিময় বিভাগের পরিচালক ঝু তানের সভাপতিত্বে সংলাপে মূল বক্তব্য রাখেন থাইল্যান্ডের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী এবং থাই-চীনা মৈত্রী সমিতির সভাপতি কর্ন ডাব্বারানসি।

তাছাড়া দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের ভাইস প্রেসিডেন্ট লি শিকুএ ঝচিয়াং প্রদেশের ভাইস চেয়ারম্যান ইয়ে ঝংবো, চীনে মরিশাসের রাষ্ট্রদূত ওয়াং চুনওয়ান, নেপাল কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কেন্দ্রীয় সমবায় ও দারিদ্র্য বিমোচন বিভাগের প্রধান কমল চৌলাগাইনসহ অন্যান্য কূটনীতিক ও ব্যক্তিবর্গ সংলাপে অংশ নেন এবং বক্তব্য দেন।
‘গ্রামীণ সংস্কৃতির উত্তরাধিকার এবং উদ্ভাবন’, ‘গ্রামীণ সংস্কৃতি ও পর্যটন শিল্পের একীকরণ’ এবং ‘আন্তর্জাতিক সহযোগিতা এবং গ্রামীণ উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়’ এই তিনটি বিষয়ের ওপর সংলাপ অনুষ্ঠিত হয়।
চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজের আমন্ত্রণে চীনে অধ্যয়নরত চার বাংলাদেশি শিক্ষার্থী সংলাপে অংশ নেন। তারা হলেন- মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম, মাইনুল ইসলাম আপন, মেহেদী হাসান সানি এবং মো. সোহাগ হোসেন।
বাংলাদেশের প্রেক্ষাপটে ‘আন্তর্জাতিক সহযোগিতা এবং পল্লী উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়’ বিষয়ে সংলাপে বক্তৃতা করেন চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী এবং সাংবাদিক মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম।

সংলাপে, চীনা এবং বিদেশি অতিথিরা বলেন যে তারা মানুষ ও সমাজের দৃষ্টিকোণ থেকে গ্রামাঞ্চলের সবুজ উন্নয়ন, মানুষ ও প্রকৃতির মধ্যে সহাবস্থান, সাংস্কৃতিক উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করবে।
বাংলাদেশ, নেপাল, আমেরিকা, যুক্তরাজ্য, আফগানিস্তান, মরক্কো, পাকিস্তান, লাওস, থাইল্যান্ড, গ্রীক, নরওয়ে, মরিশাস, নাইজেরিয়া, কেনিয়া এবং অন্যান্য দেশ ও অঞ্চলের ১০০ জনের বেশি চীনা ও বিদেশি প্রতিনিধি সংলাপে অংশ নেন। এছাড়াও ‘চায়না ইন মাই আইজ’ ভিডিও প্রতিযোগিতায় বিজয়ীরাও এই সংলাপে অংশগ্রহণ করে আলোচনা শোনেন।
এনএফ