২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবি কানাডা ছাত্রলীগের

২৫ মার্চকে জাতীয় ও আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন ছাত্রলীগের কানাডা শাখার নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১টায় সংগঠনের তিন সদস্যের প্রতিনিধি দল টরন্টোর বাংলাদেশ কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ বরাবর এ দাবি জানিয়ে স্মারকলিপি দেন। কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান বরাবর স্মারকলিপির একটি কপি ইমেইল করে পাঠানো হয়।
কানাডা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দুর রহমানের নেতৃত্বে সংগঠনের গণ-যোগাযোগ বিষয়ক সম্পাদক মাইনুর রশিদ এবং সহ-সম্পাদক মেহেদি শাওন স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন- অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন আলী মাসুদ।
ছাত্রলীগ সভাপতি ওবায়দুর রহমান বলেন, বিশ্বের বুকে পরবর্তী সময়ে যেন কোনো শাসক গোষ্ঠী এমন গণহত্যার সাহস না পায়, সে জন্য ২৫ মার্চ দিনটির স্বীকৃতি এবং হত্যাকারীদের বিচার হওয়া জরুরি। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাত্রলীগের সকল আন্তর্জাতিক ইউনিটকে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনের মাধ্যমে জাতিসংঘ বরাবর স্মারকলিপি প্রেরণ করার আহ্বান জানান। কেন্দ্রীয় ছাত্রলীগের সেই নির্দেশ অনুযায়ী কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার বরাবর আজকের এই স্মারকলিপি প্রদান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২৫ মার্চের গণহত্যা শুধু এক রাতের হত্যাকাণ্ডই ছিল না, এটা ছিল বিশ্ব সভ্যতার জন্য এক কলঙ্কজনক গণহত্যা।
এনএফ