চীনে ‘বেল্ট অ্যান্ড রোড গ্লোবাল ইয়ুথ ট্যুর’ অনুষ্ঠিত

Dhaka Post Desk

চীন প্রতিনিধি

০৪ জুন ২০২৩, ০৬:৪২ পিএম


চীনে ‘বেল্ট অ্যান্ড রোড গ্লোবাল ইয়ুথ ট্যুর’ অনুষ্ঠিত

চীনে বাংলাদেশিদের অংশগ্রহণে চীনা ধাঁচের আধুনিকায়নের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য পাঁচ দিনব্যাপী ‘বেল্ট অ্যান্ড রোড গ্লোবাল ইয়ুথ ট্যুর’ অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় সরকারের আমন্ত্রণে দেশটিতে বসবাসরত চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে অংশগ্রহণকারী দেশগুলোর শিক্ষার্থী, স্কলার এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

গত ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত পাঁচ দিনব্যাপী বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য এই ভ্রমণের আয়োজন করে দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস। আয়োজনে সহযোগিতা করে হেনান প্রভিন্সিয়াল ফরেন অ্যাফেয়ার্স অফিস এবং হেনান প্রভিন্সিয়াল পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস।

ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থী, স্কলার ও গণমাধ্যমকর্মীরা হেনান প্রদেশের শিনইয়াং শহরের বিভিন্ন কাউন্টি ও গ্রাম পরিদর্শন করেন।

dhakapost

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের দ্বিতীয় স্তরের পরিদর্শক লি তংমেই, হেনান প্রভিন্সিয়াল পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের ভাইস প্রেসিডেন্ট ছু পেংফেই, চায়না সেন্ট্রাল রেডিও অ্যান্ড টেলিভিশনের অনলাইন ইন্টারন্যাশনাল ডির্পাটমেন্টের ভাইস প্রেসিডেন্ট ওয়েই চিং এবং কমিউনিস্ট পার্টির শিনইয়াং মিউনিসিপ্যাল কমিটির ডেপুটি সেক্রেটারি গাও ই সহ আরও অনেকে।

পাচঁ দিনের সফরে পরিদর্শনকারী দলটি শিনইয়াং শহরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উচ্চ মানের উন্নয়ন, একটি মডেল গ্রামের নাগরিক সুবিধা, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ পুনরুজ্জীবনে স্থানীয় সরকারের উদ্যোগ, শিল্প উন্নয়ন ও পর্যটনশিল্পের বিকাশ, চা–সংস্কৃতি ও গ্রামীণ লোকসংস্কৃতি, পরিবেশগত ও সবুজ উন্নয়ন, সমৃদ্ধিশীল হেনানের আধুনিকায়নের অভিজ্ঞতাসহ নানা কার্যক্রমে অংশগ্রহণ করে।

বাংলাদেশ সহ অন্যান্য দেশ ও অঞ্চল থেকে ২০ জন স্কলার, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং বিদেশি সাংবাদিকদের একটি দল পাঁচ দিনব্যাপী হেনান প্রদেশ ভ্রমণে অংশগ্রহণ করে।

এমএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

Link copied