আমিরাতে চট্টগ্রাম প্রবাসীর মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আল দাইদ এলাকায় মোহাম্মদ দেলোয়ার হোসেন (৩৬) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) নিজ ওয়ার্কশপে তেলের ট্যাংক বিস্ফোরণে গুরুতর আহত হয়ে শারজাহ আল দাইদ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে আজ মঙ্গলবার (২৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত দেলোয়ার হোসেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের কুয়াইশ নজুমিয়াহাট নূর আলির বাড়ির মোহাম্মদ সিরাজ মিয়ার ছেলে। তিনি আমিরাতে গ্যারেজ ব্যবসায় নিয়োজিত ছিলেন।
তার মৃত্যুতে আমিরাতে প্রবাসী বাংলাদেশি ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
/এসএসএইচ/
