বাহরাইনে ডব্লিউএইচও’র প্রতিনিধির সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাহরাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কান্ট্রি প্রতিনিধি ডা. তাসনিম আতাত্রাহর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম।
মানামার স্থানীয় সময় মঙ্গলবার (২৯ আগস্ট) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, উব্লিউটিও’র কান্ট্রি প্রতিনিধির হওয়া বৈঠকে রাষ্ট্রদূত বাহরাইনে বসবাসরত বাংলাদেশিদের স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত ও বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
এনআই/এমএসএ