গ্রিক দ্বীপে নৌকাডুবিতে নিহত ১, উদ্ধার ১৪ অভিবাসনপ্রত্যাশী

এজিয়ান সাগরে ডিঙ্গি নৌকা ডুবে অভিবাসনপ্রত্যাশীদের একজন মারা গেছেন। এজিয়ান সাগরের পূর্বদিকে গ্রিসের ফার্মাকোনিসির একটি প্রত্যন্ত দ্বীপের কাছে এ ঘটনা ঘটে। এছাড়া নৌকায় থাকা অপর ১৪ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন গ্রিক উপকূলরক্ষীরা।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে তিন শিশুসহ পাঁচজন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। তবে যে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে, তিনি কীভাবে মারা গেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন >>> ৬ মাসে ২১ হাজার বাংলাদেশির ইউরোপে আশ্রয় প্রার্থনা
ডুবে যাওয়া নৌকাটি দৃশ্যত তুরস্কের উপকূল থেকে দ্বীপটির দিকে আসে। তবে এ ঘটনায় কারো নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।
উপকূলরক্ষীরা জানিয়েছেন, অভিবাসনপ্রত্যাশীদের পাশাপাশি লেরোস দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে ওই ব্যক্তির মরদেহ।
মূলত উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার চলমান সংঘাত ও দারিদ্র্যতা থেকে পালিয়ে আসা মানুষেরা ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নে প্রবেশে চেষ্টা করেন। এর মধ্যে সম্প্রতি অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে গ্রিসমুখী হওয়ার প্রবণতা বেড়েছে।
আরও পড়ুন >>> ফ্রান্সে অভিবাসীদের মধ্যে ত্রিপক্ষীয় সংঘর্ষ
গ্রিসে অভিবাসনপ্রত্যাশীদের চাপ বেড়ে গেলেও, ইউরোপের প্রবেশে জন্য ইতালি এখনও মূল প্রবেশ পথ। এ বছর এ পর্যন্ত ইতালিতে এক লাখ ১৪ হাজার ২০০ জন অভিবাসী পাড়ি জমিয়েছেন। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী এ বছর পাড়ি জমিয়েছেন স্পেনে ২১ হাজার এবং গ্রিসে ১৮ হাজার ৬০০ জন অভিবাসী।
সূত্র : ইনফোমাইগ্রেন্টস
/এফকে/