বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণে ফিনল্যান্ডে বিজনেস ইভেন্ট

বাংলাদেশ ফিনল্যান্ড চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে বিজনেস ইভেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে ফিনল্যান্ডের রাজধানীর একটি মিলনায়তনে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফসিসিআইয়ের সভাপতি কামরুল আহসান। এতে বিএফসিসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ফিন্যলান্ডের সংসদ সদস্য ও ব্যবসায়ীসহ বাংলাদেশি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সুইডেনের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেহ্দী হাসান ভিডিও বার্তায় বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ফিনিস সংসদ সদস্য আত্তি কালেভা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ফিনল্যান্ড ও বাংলাদেশে বিভিন্ন ব্যবসার সম্ভাবনা সম্পর্কে প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন তিনি এ অনুষ্ঠানে এসে অনেক আনন্দিত। বাংলাদেশি তৈরি পণ্যের প্রশংসাও করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুহাম্মদ মিজানুর রহমান , ড. নাজমুল সিদ্দিকী ,ফিনিস টেক্সটাইলস অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রির আন্নে রুকামো ও ড. শাহরিয়ারী মাহমুদ।
ফিনল্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএফসিসিআই পরিচালক মুনির বদরুল , আলমগীর কবির খান, সাইফুল ইসলাম, নাফিজ ইসকান্দার, মিরাজ মুস্তফা, জাহেদ ইকবাল, কামরুল আহসান, শাহরিয়ার মাহমুদ ও সেবাস্তিয়ান, শাহরিয়ার মাহমুদসহ বাংলাদেশি ব্যবসায়ী, সাংবাদিক, গবেষক, রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ ইকবাল
