নিউইয়র্কে বঙ্গবীর এম এ জি ওসমানীর ১০৫তম জন্মবার্ষিকী উদযাপন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (৩ সেপ্টেম্বর) জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জালালাবাদ ভবনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালীর সভাপতিত্বে এবং কার্যকরী সদস্য (সিলেট) হেলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মইনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকার মদিনার আলো’র সম্পাদক আব্দুল ওয়াহিদ টুপন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা-লেখক সুব্রত বিশ্বাস।
অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসিব মামুন, মিজানুর রহমান শেফাজ, সাবেক কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদ, সাবেক প্রচার সম্পাদক আব্দুর করিম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সিলেট সদর সমিতির সভাপতি আব্দুল মালেক খান (লায়েক) প্রমুখ। বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সহ সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকি। মোনাজাতে বঙ্গবীর জেনারেল ওসমানীসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর ওসমানীর অসামান্য অবদানে জাতি স্বাধীনতার স্বাদ পেয়েছিল। তিনি কোনো বিশেষ এলাকার নয়। আজীবন দেশ ও মাটির জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে গেছেন।
/এসএসএইচ/