নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় ডা. মাসুদুল হাসান আহত

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। এসময় তার স্ত্রীও আহত হন।
জানা যায়, নিউইয়র্ক সিটির কুইন্সের জ্যামাইকার ১৯৭ ও ১৯০ স্টীট, হিলসাইড অ্যাভিনিউ এলাকায় দু’দিক থেকে আসা দুটি গাড়ি ডা. মাসুদুল হাসানের গাড়িতে ধাক্কা দেয়। তাকে নিউইয়র্কের লং আইল্যান্ডের নর্থশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ডা. মাসুদ ফেসবুক লাইভে দুর্ঘটনার বিবরণ তুলে ধরে সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সংবর্ধনা সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
হাসপাতালে চিকিৎসা শেষে দু’একদিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন বলে চিকিৎসকের বরাতে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
ডা. মাসুদুল হাসানকে দেখতে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরীসহ অন্য নেতারা বুধবার বিকেলে হাসপাতালে যান। এসময় তারা ডা. মাসুদের দ্রুত আরোগ্য কামনা করেন।
/এসএসএইচ/