প্রবাস স্কিমের আওতাভুক্ত হতে মালদ্বীপ প্রবাসীদের আহ্বান

প্রবাসীরা যেন বৃদ্ধ বয়সে ভালোভাবে জীবন কাটাতে পারে সেজন্য সর্বজনীন পেনশন স্কিমে তাদের অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ সরকার।
সম্প্রতি সর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রবাস স্কিম সম্পর্কে জানাতে আলোচনা সভার আয়োজন করে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ সরকারের এ কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে মালদ্বীপ প্রবাসীদের নিয়ে এই আয়োজন করা হয়।
সভায় প্রবাস স্কিম সম্পর্কে বক্তব্য রাখেন এনবিএল মানি ট্রান্সফার মালদ্বীব প্রা.: লি: এর সিইও মাসুদুর রহমান। পরে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দূতালয় প্রধান মো. সোহেল পারভেজ ও কন্সুলার সহকারী মো. ইবাদ উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
তিনি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে। সরকারিভাবে পেনশন স্কিমের ব্যবস্থাপনা করা হবে। এই স্কিমের আওতায় সরকারি চাকরিজীবী বাদে দেশের সব নাগরিক পেনশন সুবিধার অন্তর্ভুক্ত হয়েছে। কারও বয়স ১৮ বছরের বেশি হলেই এখন অনলাইনে নিবন্ধন করতে পারবেন।
এসময় প্রবাস স্কিমের আওতাভুক্ত হতে মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের আহ্বান জানান তিনি। এছাড়া এ বিষয় নিয়ে কোনো তথ্যের জন্য সরাসরি হাই কমিশনার অফিসে যোগাযোগ করার জন্য আহ্বান জানান।
পরে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার উপর নির্মিত একটি বিশেষ ভিডিও প্রতিবেদন প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী সাংবাদিক, বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
এমজে