দক্ষিণ আফ্রিকায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দক্ষিণ আফ্রিকায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দলটির নেতাকর্মীরা। রোববার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় জোহানসবার্গের ফোডর্সবার্গে ব্রি প্রাইমারি স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দক্ষিণ আফ্রিকা বিএনপির সদস্য সচিব মনির খানের সঞ্চালনায় এদিন শুরুতে কোরআন তেলাওয়াত, উপস্থিত নেতাকর্মীদের সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পাঠ করে মূল আনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ আফ্রিকা বিএনপির আহ্বায়ক একেএম আক্তারজ্জামান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাখা বিএনপির প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম সবুজ, উপদেষ্টা ইসমাইল হোসেন মোশারফ, যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান অপু, আব্দুর রহিম। দক্ষিণ আফ্রিকা যুবদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মঞ্জু, রাজু, রাসেল, নাসির প্রমুখ।
এমএসএ