মালদ্বীপে অসুস্থ প্রবাসীকে প্লেনের টিকিট হস্তান্তর

মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি মাইন উদ্দিনকে দেশে ফিরতে একটি প্লেনের টিকিট দেওয়া হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে তাকে টিকিটটি হস্তান্তর করা হয়।
মাইন উদ্দিনের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়।
টিকিট হস্তান্তর করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। এসময় মিশনের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
জানা গেছে, মাইন উদ্দিন কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হন। উন্নত চিকিৎসার জন্য তার দ্রুত দেশে ফিরে যাওয়া প্রয়োজন।
/এসএসএইচ/
ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।