মালদ্বীপে অসুস্থ প্রবাসী সিকান্দারকে প্লেনের টিকিট হস্তান্তর

মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি সিকান্দার শেখকে প্লেনের টিকিট দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তিনি বেকার হয়ে পড়েছেন। ফলে আর্থিক সংকটের কারণে দেশে ফিরতে পারছিলেন না।
সোমবার (১৮ সেপ্টেম্বর) মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে একটি প্লেনের টিকিট হস্তান্তর করা হয়। টিকিট হস্তান্তর করেন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
এসময় মিশনের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান উপস্থিত ছিলেন।
সিকান্দার শেখের বাড়ী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায়। তিনি কিছুদিন আগে আইল্যান্ডে গাছ থেকে পড়ে যান ও গুরুতর আঘাত পান। ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তার দ্রুত দেশে ফেরা প্রয়োজন। চিকিৎসা জন্য দূতাবাস থেকে সহযোগিতা করায় হাইকমিশনারকে ধন্যবাদ জানান সিকান্দার।
/এসএসএইচ/