বিশ্বের সর্ববৃহৎ কোরআন একাডেমি আমিরাতে

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে কোরআন বিষয়ক বিশ্বের সর্ববৃহৎ একাডেমি উদ্বোধন করেছেন শারজাহর প্রধান শাসক ও সুপ্রিম কাউন্সিলের সদস্য শেখ ড. সুলতান বিন মুহাম্মাদ আল কাসিমি।
তিনি গত ২৪ ডিসেম্বর এ কোরআন একাডেমি উদ্বোধন করেন।
শারজাহ শহরের মুআল্লিয়া শিল্পাঞ্চলে প্রায় ৭৫ হাজার স্কয়ার মিটার জুড়ে কোরআন একাডেমিটি অবস্থিত। একাডেমি ভবনে ৩৪টি গম্বুজ রয়েছে। ভবনটি ৮ তারকা বিশিষ্ট।
একাডেমিটি কোরআনের বৈজ্ঞানিক ও ঐতিহাসিক তথ্যভিত্তিক জাদুঘরের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। তাছাড়া এটি হযরত মুহাম্মাদ (সা.)-এর যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত বিভিন্ন সময়ে তৈরি কোরআনের অনুলিপির অনন্য সংগ্রহশালা।
একাডেমিতে কোরআনের প্রাচীন ৬০টি অনুলিপি ও প্রত্নতাত্ত্বিক পাণ্ডুলিপি রয়েছে। তাছাড়া ৯৬০ হিজরির পুরাতন ১৮টি কিতাব আছে।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে সুলতান বিন মুহাম্মাদ বলেন, কোরআন একাডেমি কেবল একটি জাদুঘর নয়। এখানে বিভিন্ন সময় অনেক সেমিনার, গবেষণা ও নানা রকম অনুষ্ঠানও হবে।
এমএএ/এইচকে