চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষ্যে কানাডায় প্রবাসীদের প্রস্তুতি

কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে প্রবাসী বাঙালিদের উদ্যোগে আগামী ১লা অক্টোবর পালিত হতে যাচ্ছে চ্যানেল আইয়ের ২৫তম জন্মদিন। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সেন্টারে প্রস্তুতি কমিটির এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী, সহ-সভাপতি ইকবাল রহমান, কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান, নারী সংগঠক ও অভিনয় শিল্পী মৌ ইসলাম, রুব্রীক ইমিগ্রেশন কনসালটেন্ট সার্ভিসেসের প্রতিষ্ঠাতা রোজিনা মিনা, বিশিষ্ট চিত্রশিল্পী মোশারেফ হোসেন মাসুদ এবং চ্যানেল আইয়ের কানাডা প্রতিনিধি আহসান রাজীব বুলবুল।
জন্মদিনের অনুষ্ঠানকে সার্থক করে তুলতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। জন্মদিনের অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২৫তম জন্মদিনের কেক কাটা।
চ্যানেল আইয়ের ২৫তম জন্মদিনের আয়োজনে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী, চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজতাত্ত্বিক বিশ্লেষক, রিয়েল এস্টেট ব্যবসায়ী, ইমিগ্রেশন ব্যবসায়ী ও ক্যালগেরিতে বসবাসরত প্রবাসীরা।
চ্যানেল আইয়ের ভূয়সী প্রশংসা করে ভিডিও শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন কানাডার ফেডারেল সরকারের শ্যাডো মিনিস্টার অব ফাইন্যান্স জসরাজ সিং হালান।
অন্যদিকে চ্যানেল আইয়েরর পাশে থাকার জন্য কানাডার ক্যালগেরির প্রবাসী বাঙালিদের ধন্যবাদ জানিয়ে ভিডিও শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।
এমজে