মালদ্বীপে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

মালদ্বীপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানী মালের একটি রেষ্টুরেন্টে মালদ্বীপ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এদিন জন্মদিনের কেক কাটেন মালদ্বীপ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাদবরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, সহ-সভাপতি মো. মনির হোসেন, মো. শাহাজালাল শিকদার, প্রবাসী ব্যবসায়ী মো. মজিবুর রহমান, মালদ্বীপ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম আর মামুন, এন বি এল মানি ট্রান্সফার (মালদ্বীপ) প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর হান্নান খান কবির, স্যোসাল ওয়াকার এসোসিয়েশন সভাপতি মো. জাকির হোসেন, স্টার টি গ্রুপের সিইও মো. টিপু সুলতান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা তার পিতার স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন৷ দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু চালু করে ইতিহাস সৃষ্টি করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনেও তিনি বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছেন। মিয়ানমারে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে সারা বিশ্বে হয়েছেন প্রশংসিত। আগামীতে আবার শেখ হাসিনা সরকার বাংলাদেশের প্রয়োজন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন মালদ্বীপ প্রবাসী মো. আল আমিন।
এমএসএ/এমএসএ