অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের নবীনবরণ

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ‘নিব’ হলে এ আয়োজন করে ‘বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (বিএসএ-এএসইউ)।
এএসএইউতে অধ্যয়নরত নতুন ও পুরোনো বাংলাদেশি শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় এ অনুষ্ঠান। টেম্পি ছাড়াও ফিনিক্সসহ অন্যান্য এলাকা থেকে অনেকে সপরিবারে অংশ নেন।
স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত নানারকম পরিবেশনায় অংশ নেন বাংলাদেশি শিক্ষার্থীরা। বাংলা গান ও নাচ এবং মঞ্চনাটকসহ মনোমুগ্ধকর দেশীয় বিনোদনের বর্ণিল পরিবেশনা উপভোগ করেন উপস্থিত শ্রোতা-দর্শকরা। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কুইজ শো এবং র্যাফেল ড্রসহ অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
যুক্তরাষ্ট্রের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে বর্তমানে শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন বিভাগে পড়াশোনা করছেন। নবীনবরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফিনিক্সের সভাপতি হামিদ কাজী, ইন্টেল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি আশফাক আনছারি প্রমুখ।
হামিদ কাজী বলেন, বিদেশে বাংলাদেশের সংস্কৃতির প্রতি শিক্ষার্থীদের আবেগ ও ভালোবাসা দেখে আমি মুগ্ধ। পড়াশোনার ফাঁকে প্রবাসে দেশীয় সংস্কৃতি চর্চার সুযোগ পেলে এ দেশে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য আরও প্রসার লাভ করবে বলে আমি বিশ্বাস করি।
এসময় সংগঠনের পক্ষে আরও উপস্থিত ছিলেন রেজাউল আজিজ, মোস্তফা রিয়াদ, তানিয়া আজাদ প্রমুখ।
/এসএসএইচ/