নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের পথমেলা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে পথমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) কুইন্সের জ্যাকসন হাইটের ৭৬ স্ট্রিটে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন নিউ ইয়র্ক লায়ন্স ক্লাবের সভাপতি ও গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ।
মেলায় উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ আলম নমি ও মোস্তফা অনিক রাজ। ব্যবস্থাপনায় ছিলেন হারুন ভূইয়া, রাশেদ আহমেদ, চন্দন গুপ্ত, আশরাফ লিটন, এ বি সিদ্দিক, আবু বকর সিদ্দিক ও বেলাল আহমেদ।
বিভিন্ন পর্যায়ে মেলায় বক্তব্য দেন নুরুল আজিম, মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, আহসান হাবিব, ফোবানার সাবেক কনভেনর হাসানুজ্জামান হাসান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের মইনুল ইসলাম, সোসাইটির মিয়া মোহাম্মদ দুলাল মিয়া, ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজম, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম, রাজনীতিবিদ শাহ মোহাম্মদ, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুল খালেক, ফোবানার নিশান রহিম, লায়ন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রকি এলিয়েন ও শাহ ফাউন্ডেশনের শাহ জে চৌধুরী।
মেলায় সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী সেলিম চৌধুরী, রানো নেওয়াজ, শাহ মাহবুব, মোস্তফা অনিক রাজ ও লাল্টু।
/এসএসএইচ/