ব্রিটেনে সম্মাননা পাবেন বাংলাদেশি তারকারা

ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি তারকাদের সম্মাননা দিতে আগামী নভেম্বর মাসে আয়োজিত হচ্ছে "হার্ট ব্রিটেন স্টার অ্যাওয়ার্ড"।
আগামী ৬ নভেম্বর লন্ডনের রয়েল রিজেন্সি হলরুমে এ আয়োজনের ব্যবস্থা করছে ইভেন্ট ব্রিটেন ও হার্ট ক্লেম। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীত তারকা বালাম, আগুনসহ আরো অনেকে।
এ উপলক্ষ্যে গত মঙ্গলবার পূর্ব লন্ডনের কলাপাতা রেস্টুরেন্টে “হার্ট ব্রিটেন স্টার অ্যাওয়ার্ড ২০২৩” এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিউহামের মেয়র রহিমা রহমান, বার্কিং অ্যান্ড ডেগেনহামের মেয়র ফারুক চৌধুরী, ক্যামডেনের সাবেক মেয়র কাউন্সিলর নাসিম আলী, কাউন্সিলর জসিম উদ্দিন, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসাইন, কাউন্সিলর ফয়জুর রহমান, ইভেন্ট ব্রিটেনের প্রতিষ্ঠাতা এস এইচ সোহাগ, হার্ট ক্লেমের ডিরেক্টর ইমরান হোসাইন, ইভেন্টের আনিসুর রহমান অন্তু, তুলি, শাহেদ উদ্দিন, কিটন সিকদার, মিসবাহ আহমেদ, মিনহাজ খান, সোহেল ইসলাম প্রমুখ।
এমজে