গাজায় বোমা হামলা : টরন্টোতে ফিলিস্তিনিদের বিক্ষোভ

গাজায় একটি হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় পাঁচ শতাধিক ফিলিস্তিনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে টরন্টোর ডাউনটাউনে শত শত ফিলিস্তিনি রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়েন। এসময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে ক্ষমতাসীন লিবারেল পার্টির তিনজন এমপি দাবি করেছেন, গাজায় হামলা বন্ধের দাবি করায় তাদের হুমকি দেওয়া হয়েছে। তারা নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
অন্যদিকে কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোতে ইসরাইল ও ফিলিস্তিনি স্টুডেন্টদের পাল্টাপাল্টি সমাবেশ হয়েছে। উভয় পক্ষই সহিংসতা ও যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে।
উল্লেখ্য, বহু সংস্কৃতির দেশ কানাডায় ইসরাইল ও ফিলিস্তিনিদের অনেকেই কানাডিয়ান।
কানাডার বর্তমান পরিস্থিতি এবং যুদ্ধের বিশ্বব্যাপী প্রতিক্রিয়ায় কানাডার নতুন দেশ পত্রিকার প্রধান সম্পাদক ও সাংবাদিক শওগাত আলী সাগর ঢাকা পোস্টকে বলেন, আমাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে এবং আমাদের এই বর্বরতার, পৈশাচিকতার প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। আমরা আশা করি এবং দাবি জানাই, কানাডার সব রাজনীতিবিদরা পৈশাচিকতার বিরুদ্ধে দাঁড়াবেন, হত্যাযজ্ঞ, যুদ্ধ বন্ধের পক্ষে দাঁড়াবেন, বিশ্বজুড়ে শান্তির পক্ষে দাঁড়াবেন।
এমএ