দুবাইয়ে বিমান বাংলাদেশ অফিস পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অবস্থিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী। মঙ্গলবার (১৭ অক্টোবর) আকস্মিক এ পরিদর্শনে যান প্রতিমন্ত্রী।
জানা যায়, উজবেকিস্তানে যাওয়ার পথে আমিরাতের স্থানীয় সময় বিকেল ৩টায় দুবাইয়ের অফিসে যান তিনি। তার সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন।
আরও পড়ুন
এসময় উপস্থিত ছিলেন বিমানের দুবাই অফিসের রিজিওনাল ম্যানেজার সাকিয়া সুলতানা।
মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে উজবেকিস্তানের উদ্দেশে দুবাই ছাড়েন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
এসএসএইচ