খালেদা জিয়ার সুস্থতা কামনায় নিউ ইয়র্ক দক্ষিণ বিএনপির দোয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এশার নামাজের পর এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
স্থানীয় ইসলামী সেন্টার জামে মসজিদের খতিব মাওলানা সাদেকের পরিচালনায় দোয়া ও মোনাজাতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।
এতে সভাপতিত্ব করেন হাবিবুর রহমান সেলিম রেজা এবং সংক্ষিপ্ত বক্তব্য পরিচালনা করেন সদস্য সচিব মো. বদিউল আলম।
সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ সম্রাট, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম উদ্দিন ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাংগীর এম আলম।
নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন নাসির, আলমগীর মৃধা, জিয়াউল হক মিশন, মো. নাসির উদ্দীন, সিনিয়র সদস্য জামালুর রহমান চৌধুরী, কামাল হাওলাদার, মো. হাসান, যুবদলের মনিরুল ইসলাম মনির, মনিরুল ইসলাম, মহানগর দক্ষিণের জামাইকা ইউনিটের আজিজুল হাওলাদার, সোহেল রানা, মো. জাহাংগীর হোসেনসহ অনেকে।
এসএসএইচ