মিশিগানে মিউজিক ফেস্টিভ্যাল মাতালেন তাহসান

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে শেষ হলো বাংলাদেশি মিউজিক ফেস্টিভ্যাল। শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ওয়ারেন সিটির ওয়ারেন কমিউনিটি সেন্টারে বাংলাদেশি মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশি প্রবাসীদের মঞ্চ মাতিয়েছেন তাহসান, বিপ্লব ও মুজা।
অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিলেন এসএনএস হোম লোন নাছির সবুজ। এতে আরও গান পরিবেশন করেন তানভি, আরমান, গাগা এন্টারটেইনমেন্ট এবং স্থানীয় ব্যান্ড দল টেন অ্যান্ড হাফ মাইল।
আগত প্রবাসী দর্শকদের মাতিয়ে রাখেন শিল্পীরা। এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানান আগত দর্শকরা।
মিউজিক ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠানের উপস্থাপনা করেন বাংলাদেশসহ নর্থ আমেরিকার জনপ্রিয় উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া এবং শারমিন তানিম। বাংলাদেশি কমিউনিটি মিশিগানের আয়োজনে মিউজিক ফ্যাস্টিভ্যালটির সহযোগিতায় ছিলেন ভিয়ের ইভেন্ট, ফায়রুজ রহমান, মোহাম্মদ মইনউদ্দিন, রশি মীর, লোবনা রহমান এবং রোম্মান স্বাগতসহ আরও অনেকে।
এসএসএইচ