দুবাই বইমেলায় দর্শনার্থীদের ভিড়

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠিত বিজয় উৎসব ও বইমেলার আজ (শনিবার) দ্বিতীয় দিন। এদিন আমিরাতে সাপ্তাহিক ছুটি ও বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষ্যে জমে উঠেছে মেলা।
স্টল ও প্যাভিলিয়নগুলোতেও বেড়েছে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। বিকাল থেকে শুরু হয়েছে বইপ্রেমীদের আনাগোনা। স্টলে স্টলে ঘুরে বইয়ের মলাট উল্টেপাল্টে দেখে কিংবা কিনে সুন্দর সময় পার করছেন তারা। রাত ১০টা পর্যন্ত চলা মেলায় প্রবাসীদের আগমন ছিল লক্ষ্যণীয়।
প্রবাসী জাকিয়া জাহান বলেন, দূর প্রবাসে বাংলা বইয়ের মেলায় আগামীতে আরও বেশি বই প্রত্যাশা করি। বাংলাদেশের সাংস্কৃতিক বিকাশ ঘটাতে দেশীয় অনুষ্ঠানের পাশাপাশি বইমেলার আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।
প্রবাসী কাজী ইসমাইল বলেন, প্রবাসে বইমেলা আমাদের শেকড়ে নিয়ে যায়। বিদেশে বাংলাদেশের ঐতিহ্য এভাবে তুলে ধরার প্রয়াস সত্যিই প্রশংসার দাবি রাখে।
কনস্যুলেট প্রাঙ্গণে বই মেলার স্টলগুলো ঘুরে দেখা গেছে, ছুটির দিন প্রাণের মেলায় প্রত্যেকেই বই কেনার চেয়ে ঘুরে ঘুরে বই দেখার প্রতিই মনোযোগী বেশি ছিলেন। কনস্যুলেট কর্তৃপক্ষের পক্ষ থেকে ৫২তম বিজয় দিবস উপলক্ষ্যে ৫২ শতাংশ মূল্য ছাড় ছিল।
দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন ছিল দেশ ও প্রবাসের কবিদের মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি। ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫টায় প্রবাসে পাঠক আগ্রহ সৃষ্টি ও মানসম্পন্ন লেখক তৈরির লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে ৩ দিনব্যাপী বাংলাদেশ বইমেলা ও বিজয় উৎসব শুরু হয়। এ বই মেলা চলবে রোববার পর্যন্ত।
পিএইচ
